ঢাকা
খ্রিস্টাব্দ

সরকারের কোনো জবাবদিহিতা নেই: মির্জা ফখরুল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1904557 জন

  • নিউজটি দেখেছেনঃ 1904557 জন
সরকারের কোনো জবাবদিহিতা নেই: মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো জবাদিহিতা নেই, কোনো ম্যান্ডেট নেই। তাদের মধ্যে এমন দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে, তারা মনে করে আমাদের তো জনগণের কোনো দরকার নেই। 


রোববার (১২ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 


মির্জা ফখরুল বলেন, ডামি নির্বাচন হচ্ছে, তারাই প্রার্থী বাছাই করছে, বিরোধীদল কারা হবে নির্ধারণ করে দিচ্ছে। সরকার মনে করেছে নির্বাচনের পর সংকট উতরে গেছে। কিন্তু সংকট উতরে যায়নি বরং আরও বেড়েছে। এখনি যদি সরকারের অনুধাবন না করে তাহলে সামনে সংকট আর ঘনিভূত হবে।


সাংবাদিকের প্রশ্নের জবাবে ফখরুল আরও বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে। একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, যখন অর্থনীতি মেরুদণ্ড ভেঙে যায়, রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে। গোটা রাষ্ট্র একটি নৈরাজ্যে পরিণত হয়েছে। সরকারের এমপি-মন্ত্রীরা টাকা পাঁচার করে বিনিয়োগ করেছে বিদেশে, অথচ দেশের মানুষের অবস্থা খারাপ।


মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ট লু বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, কে এলো তাতে আমাদের ইন্টারেস্ট নেই। জনগণই বিএনপির শক্তি। সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উতরে গেছে। কিন্তু সংকট আরও বেড়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ