ঢাকা
খ্রিস্টাব্দ

র‌্যাব-৭ এর অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 1474540 জন
  • নিউজটি দেখেছেনঃ 1474540 জন
র‌্যাব-৭ এর অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেফতার


চট্টগ্রাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রামের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি গত ১৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট বাজার এলাকায় পরিচালিত হয়।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, খাগড়াছড়ি থেকে রংপুরগামী একটি বাসে মাদক পরিবহন করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে সন্দেহজনক শ্যামলী পরিবহনের একটি বাস থামানোর সংকেত দেওয়া হয়। বাসটি থামানোর পর দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন মো. নুরুজ্জামান (৩৭) এবং মো. আ. হান্নান (৩৯), উভয়ের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়।


পরে বাস তল্লাশি করে মালামাল রাখার বক্স থেকে পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।


উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানানো হয়েছে। অভিযানের পর আসামিদের ও উদ্ধারকৃত মাদক চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা ।।

আপডেট :