ঢাকা
খ্রিস্টাব্দ

অবহেলায় ১৭ শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত, তদন্তে নেমেছে শিক্ষা বোর্ড—বন্ধ হলো কলেজের কার্যক্রম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৮.১৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৮.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 516739 জন

  • নিউজটি দেখেছেনঃ 516739 জন
অবহেলায় ১৭ শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত, তদন্তে নেমেছে শিক্ষা বোর্ড—বন্ধ হলো কলেজের কার্যক্রম

প্রবেশপত্র না পাওয়ায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী। এই ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। শুক্রবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তা নজরে আসে কর্তৃপক্ষের।



পরদিন শুক্রবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি তদন্ত দল প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে অনুসন্ধান চালায়।

তদন্ত শেষে শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান সাংবাদিকদের জানান, ‘অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই আজ থেকেই প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।


 

তিনি আরো জানান, এই অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বঞ্চিত ১৭ শিক্ষার্থীর বিষয়ে শিক্ষা বোর্ড বিশেষ সিদ্ধান্ত নেবে।


তদন্ত টিমে আরো উপস্থিত ছিলেন, উপ-কলেজ পরিদর্শক এমএমএ জামিল সরকার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মোহাম্মদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ খান, জেলা শিক্ষা অফিসার এসএম মোজামেল হাসান এবং জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৮.১৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৮.১৪ অপরাহ্ন