ঢাকা
খ্রিস্টাব্দ

চবিতে মাদক সেবনকালে ৯ জন ছাত্র-ছাত্রী আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১১.৫১ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১১.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 503913 জন

  • নিউজটি দেখেছেনঃ 503913 জন
চবিতে মাদক সেবনকালে ৯ জন ছাত্র-ছাত্রী আটক
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৯ শিক্ষার্থীকে আটক করেছে চবির প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা। গাঁজা সেবনরত অবস্থায় এদের আটক করা হয়। এর মধ্যে ৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী রয়েছে।বুধবার রাতে প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে চবির কলা ও মানববিদ্যা অনুষদের ক্যান্টিনের ছাদ এবং কলা ঝুপড়ির পাশ্ববর্তী ঝর্ণার কাছ থেকে তাদের আটক করা হয়। 


চবির সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গতকাল পৃথক দুই স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় ৯ জনকে ধরা হয়েছে। পরে ওই শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি কাউন্সিলিংয়ের জন্য তাদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়েছে।


 জানা গেছে, পৃথক দুটি গ্রুপের মোট ৯জনকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়েছে।একটি গ্রুপে ৫ জন এবং আরেকটি গ্রুপে ৪ জন। ৪ জনের গ্রপটির একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী। দুই গ্রুপের আটক মোট ৯ জনের মধ্যে ৬ জন ছাত্র, ৩ জন ছাত্রী।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১১.৫১ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১১.৫১ অপরাহ্ন