চট্টগ্রামের মিরসরাই উপজেলা মৎসজীবি লীগের সদস্য মোঃ রবিউল হোসেন (৪৮) -কে গ্রেফতার করা হয়েছে। তাকে উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার উদ্দিন মাহমুদ (জিপসন) মারধরের ঘটনায় জড়িত সন্দেহে আটক হয় বলে জানিয়েছে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন।
শনিবার (১২ অক্টোবর ২০২৪) জোরারগঞ্জ থানার পুলিশ একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে ২নং হিঙ্গুলী ইউপি এলাকা থেকে গ্রেফতার করে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে জানান, রবিউলকে গ্রেফতারের পরে আদালতে পাঠানো হয়েছে।