ঢাকা
খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে ঘুর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1869561 জন

  • নিউজটি দেখেছেনঃ 1869561 জন
মীরসরাইয়ে ঘুর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

নিজস্ব প্রতিনিধি ::

মিরসরাই: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় রেমাল মোকাবেলায় ৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। রবিবার (২৬ মে) মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জানান, গতকাল (শনিবার, ২৫ মে) রাত থেকে মাইকিং করা হচ্ছে, সিপিপির টিম ও স্বেচ্ছাসেবীগণ উপকূলবর্তী ইউনিয়নগুলোতে ইউনিয়ন চেয়ারম্যানদের সহায়তায় কাজ করছে।

ব্রিফিংয়ে মাহফুজা জেরিন আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসক চট্টগ্রাম স্যারের নিকট থেকে জরুরী ত্রাণের বরাদ্দ ইতোমধ্যেই আমরা পেয়েছি। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুদ আছে। মেডিকেল টিম,  ফায়ার সার্ভিসসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজনে মীরসরাই উপজেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর টিমও প্রস্তুত আছে। যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন