দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে কক্সবাজারের জন্য সাতটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলো চলবে, যা নিয়মিত দুই জোড়া ট্রেনের সাথে যুক্ত হবে।
রেলওয়ের তথ্য অনুসারে, এই সময় সাপ্তাহিক ছুটির পাশাপাশি কর্মজীবীরা তিন দিনের সরকারি ছুটি পাবেন, যা পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণকারীদের উপস্থিতি বাড়াতে সহায়ক হবে। ঢাকা থেকে কক্সবাজারগামী রাতের ট্রেনের টিকিটের জন্য ইতোমধ্যে চাহিদা বাড়ছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে বিশেষ ট্রেনটিতে ৫১৮টি আসন এবং কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনে ৬৩৪টি আসন থাকবে। রাতের ট্রেন ১০ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে ১১ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। পরবর্তী সময়ে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার ট্রেনগুলো ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১০টায় ঢাকায় পৌঁছাবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এই বিশেষ ট্রেন সার্ভিসটি যাত্রীদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের সুযোগ দিতে পরিকল্পনা করা হয়েছে।