ঢাকা
খ্রিস্টাব্দ

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
সোমবার, ০২ জুন ২০২৫, ১২.২০ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫, ১২.২০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 594562 জন

  • নিউজটি দেখেছেনঃ 594562 জন
ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ শনিবার এটি নিশ্চিত করে।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তিনি তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি ‘যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয়’ তার কাছে উপস্থাপন করেছেন। এ খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরান ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে ইরান। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। শনিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট বলেন, চুক্তিটি গ্রহণ করে নেওয়াই ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না।


লিয়াভিট বলেন, একটি  বিস্তারিত ও গ্রহণযোগ্য প্রস্তাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে ইরানকে পাঠানো হয়েছে। আরাঘচি এক্স হ্যান্ডলে লেখেন, নীতি, জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেওয়া হবে। চুক্তিটির বিস্তারিত এখনো পরিষ্কার করা হয়নি। তবে এই প্রস্তাবটি এসেছে আইএইএ-এর রিপোর্টের পর। রিপোর্টটি বিবিসি দেখেছে। এতে বলা হয়েছে, ইরানের হাতে ৬০ শতাংশ মাত্রার ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত আছে। এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি ৯০ শতাংশ মাত্রার কাছাকাছি। তবে এটি পারমাণবিক বিদ্যুৎ ও গবেষণার কাছে ব্যবহারের জন্য দরকারি মাত্রার চেয়ে অনেক বেশি। এ ছাড়া আরও পরিশোধন করলে ১০টি পরমাণু অস্ত্রের জন্য এটা যথেষ্ট। এর মাধ্যমে পরমাণু অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরানেরই এই মাত্রার ইউরেনিয়াম আছে।

ইরান বরাবরই বলে আসছে যে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এই রিপোর্টকে ভিত্তিহীন আখ্যা দিয়ে ইরান বলেছে, আইএইএ গভর্নরস মিটিংয়ে তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার চেষ্টা হলে ইরান তার জবাবে পাল্টা ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে চাইছে। গত এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
সোমবার, ০২ জুন ২০২৫, ১২.২০ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫, ১২.২০ পূর্বাহ্ন