ঢাকা
খ্রিস্টাব্দ

জুতায় লুকানো ছিল স্বর্ণের ৬ বার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1903854 জন

  • নিউজটি দেখেছেনঃ 1903854 জন
জুতায় লুকানো ছিল স্বর্ণের ৬ বার
ছবি : সংগৃহীত

খুলনা ব্যাটেলিয়ানের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, ‘স্বর্ণ পাচারকারী একটি ব্যটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তখন ওই ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার জুতার ভেতরে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো রয়েছে।’


যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক ব্যক্তির জুতার মধ্যে লুকায়িত অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করছে বিজিবি।


গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে রোববার রাতে ওই পাচারকারীকে আটক করা হয় বলে জানান খুলনা ব্যাটেলিয়ানের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।


আটক চয়ন হোসেন (১৮) শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার বাসিন্দা।


বিজিবি কর্মকর্তা বলেন, ‘গোপন একটি সংবাদে জানতে পারি, এ সীমান্ত দিয়ে রাতে পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এসের ৪২ আর পিলার হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান করে। ওই সময় স্বর্ণ পাচারকারী একটি ব্যটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন।


‘তখন ওই ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার জুতার ভেতরে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো রয়েছে।’


লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আরও জানান, এ সময় আটক ব্যক্তির জুতার ভেতরে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর ওজন ৭০৪ গ্রাম এবং সিজার মূল্য ৭২ লাখ ০৮ হাজার ২৫৬ টাকা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ