ঢাকা
খ্রিস্টাব্দ

খসড়া গঠনতন্ত্র পাস

এনসিপি নেতৃত্বে মেয়াদসীমা নির্ধারণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.৩১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.৩১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 513081 জন

  • নিউজটি দেখেছেনঃ 513081 জন
এনসিপি নেতৃত্বে মেয়াদসীমা নির্ধারণ
এনসিপির অস্থায়ী কার্যালয়ে আখতার হোসেনসহ দলের নেতারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিতে দলীয় প্রধান দুই পদে (সভাপতি ও সাধারণ সম্পাদক) দুইবারে বেশি কেউ আসতে পারবেন না।


শুক্রবার (২০ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।


এসময় তিনি দলের ৬ষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র বিষয়ক গৃহীত সিদ্ধান্তসমূহ জানান। সেগুলো হলো-


১. জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সারাদেশের কাউন্সিল সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একজন সদস্য জীবনে সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ দুইবার সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন।


২. সভাপতি ও সাধারণ সম্পাদক ‘রাজনৈতিক পরিষদ’-এর নিকট দায়বদ্ধ থাকবেন।


৩. জাতীয় নাগরিক পার্টির একটি রাজনৈতিক পরিষদ থাকবে। রাজনৈতিক পরিষদ ন্যাশনাল কাউন্সিলের ভোটে নির্বাচিত হবে। রাজনৈতিক পরিষদ সর্বনিম্ন ১১ জন থেকে সর্বোচ্চ ১৫ সদস্য বিশিষ্ট হবে। ১১ জন সদস্য ‘ন্যাশনাল কাউন্সিল’ এর ভোটে নির্বাচিত হবেন; এর মধ্যে ন্যূনতম তিনজন নারী সদস্য থাকতে হবে।পদাধিকারবলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের অন্তর্ভুক্ত হবেন। এই পর্ষদের বাকি দুইজন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে মনোনীত হবেন।


৪. জাতীয় নাগরিক পার্টি- এনসিপির একটি ন্যাশনাল কাউন্সিল থাকবে। এই ফোরাম রাজনৈতিক পরিষদ নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন এবং জরুরি সময়ে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করবেন। ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, অঙ্গসংগঠনের নির্বাহী কমিটি, জেলা পদমর্যাদার কমিটি থেকে ৫ জন এবং উপজেলা পদমর্যাদার কমিটি থেকে ২ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে।



৫. জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। যা দলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী, অন্যান্য প্রয়োজনীয় সংখ্যক সাধারণ সদস্য এবং ক্ষেত্রবিশেষ জেলা সভাপতির সমন্বয়ে গঠিত হবে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর। মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে।


৬. দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার ব্যাপারে আজকের (শুক্রবার) সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।



৭. দলের নিবন্ধন সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাকে আজকের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়।


৮. আজকের সভায় উপরোক্ত সংশোধনীসমূহসহ জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ‘খসড়া গঠনতন্ত্র’ পাস হয়। গৃহীত খসড়া গঠনতন্ত্রে আগামী কাউন্সিলের আগে প্রয়োজন সাপেক্ষে বর্তমান প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি সংশোধনী আনতে পারবে।


সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.৩১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.৩১ অপরাহ্ন