ঢাকা
খ্রিস্টাব্দ

সোনাগাজীতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভেড়ার খামার, শতাধিক ভেড়ার মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০.৪১ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০.৪১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 532441 জন

  • নিউজটি দেখেছেনঃ 532441 জন
সোনাগাজীতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভেড়ার খামার, শতাধিক ভেড়ার মৃত্যু
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে কামাল হোসেন নামে এক প্রান্তিক কৃষকের শতাধিক ভেড়ার র্মমান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এতে প্রায় ১৫ /২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক কামাল হোসেন জানান।


মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে উপজলোর সোনাগাজী  সদর ইউনয়িনের থাকখোয়াজের লামছি মৌজায় মুহুরি প্রজেক্ট সংলগ্ন ফেনী নদীর তীরর্বতী এলাকায় এ ঘটনা ঘটে।

খামারী কামাল হোসেন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত ফকির আহাম্মদের পুত্র। 


জানা যায়, সন্ধ্যায় তার ভেড়া গুলো একটি পুরাতন বাঁশের তৈরি টংঘরে প্রতিদিনের মতো রেখে আসেন। ওই দিন গভীর রাতে জোয়ারের পানির তান্ডবে টংঘরের একপাশ ভেঙ্গে অর্ধশত ভেড়া জোয়ারের পানিতে পড়ে ডুবে গিয়ে মৃত্যু হয়।


ক্ষতিগ্রস্ত খামারি কামাল হোসেন জানান, খামারে প্রায় ২৫০ টির মত ভেড়া ছিলো, এখন ২০ থকেে ৩০টা ভেড়া আছে। আমি নিশ্ব হয়ে গেছি। এতে আমার প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছবিতে অর্ধশত ভেড়া দেখা গেলেও বাকী গুলো জোয়ারের পানি ভাসিয়ে নিয়ে গেছে। 

স্থানীয় কৃষক জামশেদ আলম জানান, কামালের ভেড়ার পাল আছে আমরা জানি। সে অনেক গুলো সন্দ্বীপ নিয়ে গেছে। তবে ওই দিন র্অধশত ভেড়া টং ভেঙ্গে ডুবে মরে যাওয়ার খবর আমরা শুনছি।


এদিকে ভেড়া মৃত্যুর সংখ্যা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে মতপার্থক্য থাকলেও জোয়ারের পানিতে ওই দিন অর্ধশত ভেড়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত  হওয়া গিয়েছে। 


সোনাগাজী উপজলো প্রাণী সম্পদ র্কমর্কতা নেবু লাল বলেন, বিষয়টি জানতে পরেে আমরা যোগাযোগ করার চষ্টা করছি।


উপজলো নির্বাহী র্কমর্কতা নাজিয়া হোসেন বলেন, ভেড়া মারা যাওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগতিার উদ্যোগ নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০.৪১ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০.৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ