ঢাকা
খ্রিস্টাব্দ

সরকারিকরণকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং এ অংশগ্রহণের জন্য তথ্য প্রেরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৩ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1044939 জন

  • নিউজটি দেখেছেনঃ 1044939 জন
সরকারিকরণকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং এ অংশগ্রহণের জন্য তথ্য প্রেরণ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আগামী ২৫/০২/২০২৫ ইং তারিখ হতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা কর্তৃক বাস্তবায়িত সরকারিকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের Induction Training বিষয়ে ষষ্ঠ পর্যায়ের ০৫টি ব্যাচে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। বুধবার ১২/০২/২০২৫ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার উপপরিচালক প্রিম রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ২০১৮ বিধিতে সরকারিকরণকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের নির্ধারিত গুগল লিংকে  (https://forms.gle/NTXqcS1SoL4Rmcjz5 ফরম পূরণ পূর্বক আগামী ১৬/০২/২০২৫ ইং তারিখ বেলা ১২.০০ টার মধ্যে তথ্য প্রেরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সকল নতুন সরকারিকরণকৃত (২০১৮ বিধিতে) কলেজের অধ্যক্ষগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।  


সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, প্রশিক্ষণে আবেদনের ক্ষেত্রে ০৫টি শর্ত অনুসরণ করতে হবে। শর্তাবলী হলো: (১) নতুন সরকারিকরণকৃত কলেজের (২০১৮ বিধিতে) রাজস্বখাতে যোগদান ও বেতনভূক্ত শিক্ষকগণ; (২) ০১/০২/২০২৫ ইং তারিখে বয়স সর্বোচ্চ ৫৫ বছর এবং ০১ (এক) কলেজ হতে সর্বোচ্চ ০৩ (তিন) জনের নাম প্রেরণ করা যাবে (নিজ ই-মেইল থেকে আবেদন করা যাবে), তবে কারো বিরুদ্ধে কোর্টে মামলা চলমান থাকলে তাঁর নাম প্রেরণ করা যাবে না; (৩) ইতোপূর্বে যারা আবেদন করেছেন, প্রশিক্ষণ গ্রহণ করেননি, তাঁদেরকে পুনরায় আবেদন করতে হবে (ঢাকা বিভাগ ও পার্বত্য অঞ্চল অগ্রাধিকার পাবে); (৪) কোন শিক্ষক সম্পর্কে ভুল তথ্য দিলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং (৫) প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন, সরকারিভাবে নিয়োগ ও যোগদানসহ আইবাসে বেতন নির্ধারণের কপি একত্রে পিডিএফ আকারে গুগল লিংকে সংযুক্ত করতে হবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৩ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন