ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুর -১ আসন

বিএনপির মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
বুধবার, ১৮ জুন ২০২৫, ১১.০৯ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৮ জুন ২০২৫, ১১.০৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 529997 জন

  • নিউজটি দেখেছেনঃ 529997 জন
বিএনপির মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে  সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী
ছবি : সংবাদদাতা প্রেরিত।

জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -১ আসন(শিবচর) থেকে মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী। উপজেলার ১৮ টি ইউনিয়নে মতবিনিময় সভা, উঠান বৈঠক, গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।


স্থানীয়, সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে বিএনপির রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গণে পথচলা শুরু হয় আবু জাফর চৌধুরীর। তার বড় ভাই মরহুম আবুল খায়ের চৌধুরী(রিজু মিয়া) ছিলেন তৎকালীন জাতীয় পার্টির সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এক পর্যায়ে ছোট ভাই জাফর চৌধুরীর হাত ধরেই বিএনপিতে যোগ দেন তিনি। এবং সংসদ সদস্য নির্বাচিত হন। নব্বইয়ের দশকে আবু জাফর চৌধুরী শিবচর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামীলীগের শাসনামলে নানাভাবে নির্যাতিত হয়েছেন তিনি। হারিয়েছেন জায়গা-জমিও। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নানা ভাবে কোণঠাসা হলেও বিএনপির রাজনীতিতে অবিচল ছিলেন তিনি। আপোষ করেননি কারও সাথে।  বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।


স্থানীয়, নেতা-কর্মীরা বলেন আবু জাফর চৌধুরীই শিবচর উপজেলা বিএনপিকে দ্বার করিয়েছিলেন। তিনি যখন সভাপতির দায়িত্বে ছিলেন, তখন উপজেলার সকল ইউনিয়নের কমিটি ছিল দলের জন্য নিবেদিত এবং ত্যাগী নেতাকর্মী দ্বারা গঠিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলার শিকার হয়েছেন। আওয়ামীলীগের সাথে কখনোই আপোস করেননি। আওয়ামীলীগের স্থানীয় সাংসদের রোষানলে পড়ে হারিয়েছেন নিজের জায়গা-জমি। ক্ষতিগ্রস্থ হয়েছেন ব্যবসা-বাণিজ্যেও।


স্থানীয়রা, আরও বলেন আবু জাফর চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কোন রকম অভিযোগ দেখিনি। বিগত আওয়ামীলীগের সময়ে বিএনপির অনেক নেতাকর্মীকে আওয়ামীলীগের সাথে তালমিল করে চলতে দেখলে ও আবু জাফর চৌধুরী ছিলেন নিজের নীতিতে অটল। আপোষহীন একজন নেতা। এই সৎ ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে শিবচরে বড় ধরণের পরিবর্তন আসবে বলে আমাদের বিশ্বাস।


জানতে চাইলে আবু জাফর চৌধুরী বলেন,এখন রাজনীতির ধারা পরিবর্তন হয়েছে। আগের মতো নেই। তবে যারা প্রকৃত অর্থে বিএনপিকে ভালোবাসে আমি তাদের নিয়ে কাজ করে যাচ্ছি। দলের স্বার্থে সবসময় পাশে রয়েছি। আমি বিএনপি থেকে মনোনয়ন চাইবো।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
বুধবার, ১৮ জুন ২০২৫, ১১.০৯ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৮ জুন ২০২৫, ১১.০৯ অপরাহ্ন