ঢাকা
খ্রিস্টাব্দ

রাজপথের পর্ব শেষ, এখন সময় জনগণের মালিকানা ফেরানোর: আমীর খসরু মাহমুদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৪.৫৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৪.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 120126 জন

  • নিউজটি দেখেছেনঃ 120126 জন
রাজপথের পর্ব শেষ, এখন সময় জনগণের মালিকানা ফেরানোর: আমীর খসরু মাহমুদ
-- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


রাজপথের আন্দোলনের অধ্যায় শেষ হয়েছে, এখন সময় এসেছে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার — এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


আমীর খসরু বলেন, "জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। তাই প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং সেই ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে।"


তিনি আরও বলেন, "গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীলতা থাকতে হবে। জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হয়।"


আলোচনায় তিনি নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেন, "বিভেদ সৃষ্টি করা সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দেশের কল্যাণে।"


প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে আমীর খসরু জানান, আগামীর বাংলাদেশে প্রতিবন্ধী জনগণের সক্ষমতা বৃদ্ধির জন্য বিএনপি আর্থিক, নৈতিক ও মানবিকভাবে বিনিয়োগ করবে। "যার যেখানে প্রয়োজন, সরকারকে সেই অনুযায়ী বিনিয়োগ করতে হবে,"— বলেন তিনি।


অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সুযোগ বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৪.৫৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৪.৫৭ অপরাহ্ন