অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক ঘণ্টা ৩৫ মিনিটব্যাপী একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১৩ জুন), লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালীন সময়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে উভয় পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, "নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। আমরা আশা করি, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।" তিনি আরও জানান, বৈঠকে নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যৌথ বিবৃতি গৃহীত হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, "বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উভয় পক্ষই বাস্তবসম্মত ও গঠনমূলক আলোচনা করেছে।"
রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব
বৈঠকে তারেক রহমান আগামী বছরের রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছেন। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজনীয় সংস্কার ও বিচারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে হবে।
খলিলুর রহমান বলেন, “যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলে ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন আয়োজনে কোনো বাধা থাকবে না।”
উভয় পক্ষের সম্মতি ও ধন্যবাদ বিনিময়
বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানানো হয় এবং তারেক রহমান ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানান। একইভাবে, প্রধান উপদেষ্টাও ফলপ্রসূ আলোচনার জন্য বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানান।
এই বৈঠক ও যৌথ বিবৃতি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশাব্যঞ্জক পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে।