ঢাকা
খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের ১১ মাস সময়ে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৪ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৪ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 548809 জন

  • নিউজটি দেখেছেনঃ 548809 জন
অন্তর্বর্তী সরকারের ১১ মাস সময়ে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনাগুলো যাতে কমিয়ে আনা যায় সে চেষ্টা করছে সরকার। শনিবার (১৪ জুন) র‌্যাব-১ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


পটুয়াখালীতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে সামনের এই আট মাসে নির্বাচনে প্রোটেকশন দেওয়া কীভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের ছোটখাট ঘটনা সবসময় ঘটে। আপনারা যদি ৫৩ বছরের ইতিহাস দেখে থাকেন তাহলে বুঝবেন এইরকম ছোটখাট ঘটনা ঘটতেই থাকে। এসব ঘটনা ঘটে দেখেই তো আমাদের এই বাহিনী রয়েছে। যদি কোনো কিছু না হতো তাহলে তো আমাদের এই বাহিনীরই দরকার হতো না।


উত্তরায় গতকাল (শনিবার) সকালে র‌্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি জানি না। এর কাছ থেকেই প্রথম জানলাম। র?্যাবের পোশাক পরে আসছে, যদি সে র‌্যাবের হয় তাহলে সেও ছাড়া পাবে না। আপনারা জানেন, র?্যাবের পোশাক পরে, পুলিশের পোশাক পরে, আনসারের পোশাক পরে অনেকেই এসে অনেক অপকর্ম করছেন। তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।


গেল ৪ মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে ৩৫০টির বেশি। এই যে খুনের ঘটনা বাড়ছে, এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হচ্ছে। এটা আপনারাও বলছেন। এই ঘটনাগুলো যতটা কমিয়ে আনা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি।


নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ইলেকশনের ডেট (নির্বাচনের তারিখ) সম্পর্কে সিদ্ধান্ত যে সময়ই নেবেন, আমরা তার জন্য সবসময়ই প্রস্তুত আছি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৪ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৪ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ