ঢাকা
খ্রিস্টাব্দ

আমিনুলের বিসিবি পরিচালক হওয়া নিয়ে আইনি চ্যালেঞ্জ তুললেন ফারুক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০২ জুন ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 592194 জন

  • নিউজটি দেখেছেনঃ 592194 জন
আমিনুলের বিসিবি পরিচালক হওয়া নিয়ে আইনি চ্যালেঞ্জ তুললেন ফারুক
আমিনুল ইসলাম ও ফারুক আহমেদ (ফাইল ফটো)

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ।


রবিবার (১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। রিটকারীর আইনজীবী মো. রুহুল কুদ্দুসএ তথ‍্য নিশ্চিত করেন।


এর আগে গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ রিটটি দায়ের করেন।


রিট আবেদনে গত ২৯ মে ও ৩০ মে’র সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি রুল বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।


যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচ জনকে বিবাদীকে করা হয়েছে রিটে।


প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে বোর্ড সভায় পরিচালকদের ভোটে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০২ জুন ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন