পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি কার্যক্রম বা ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে চলার সুযোগ নেই। তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে চলার অধিকার আছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের তৎপরতা কঠোরভাবে প্রতিহত করবে।
গতকাল দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির সম্পর্কে তিনি বলেন, এরা শান্তি ও শৃঙ্খলাকে বিঘ্নিত করার চেষ্টা করছিল।
আইজিপি জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের ৩১ হাজারের বেশি পূজা মণ্ডপে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
ময়নুল ইসলাম বলেন, সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে। জরুরি সেবা ৯৯৯ চালু রয়েছে এবং পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে।
এছাড়া, পুলিশ বাহিনীতে অনুপস্থিত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা আন্দোলনের পরেও কাজে যোগদান করেনি, তাদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
আইজিপি সকলকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন এবং বলেন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না।