ঢাকা
খ্রিস্টাব্দ

রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতায় দৌঁড়াল ২০০ শিশু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | সংবাদদাতা
নরসিংদী
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 581808 জন

  • নিউজটি দেখেছেনঃ 581808 জন
রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতায় দৌঁড়াল ২০০ শিশু
- ছবি সংবাদদাতা প্রেরিত।


নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো শিশুদের নিয়ে "নরসিংদী কিডস রান ফেস্টিভ্যাল" ব্যতিক্রমধর্মী ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার  (৯ জুন) ভোর ৬টায় রায়পুরার আশারামপুর মডেল হাইস্কুল থেকে গ্রামের মেঠোপথে ম্যারাথন দৌঁড় শুরু হয়।

 

রায়পুরা রানার্স কমিউনিটি এবং নরসিংদী রানার্সের যৌথ আয়োজনে "রান ফর এ্যাডোকেশন, রান টু সেভ চিল্ড্রেন" এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ১ কিলোমিটার দৌঁড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২০০ জন শিশু অংশ নেন।

 

আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার জানান, "শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে সহায়ক হতে প্রথমবারের মতো নরসিংদীতে এমন একটি ব্যাতিক্রধর্মী শুধু শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন শিশু এতে অংশ নেন। এর আগেও সাঁতার, হাফ ও ফুল ম্যারাথন সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। রায়পুরা নরসিংদীকে বিশ্ববাসীর কাছে পরিচিতি করতে এমন আয়োজনে আমার জন্য গর্বের। আমরা চাই ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করতে।"


শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় নানা মহল। অনুষ্ঠান উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন প্রমূখ।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হবে।

বয়স ভিত্তিক দুটো ক্যাটাগরিতে ২ থেকে ৬ বছর বয়সী শিশু প্রতিযোগিদের মধ্যে প্রথম সামিত হাসান দ্বিতীয় আদিব সিকদার, তৃতীয় আমির হামজা ৬ থেকে ১২বছর বয়সী প্রতিযোগিদের মাঝে প্রথম রাদিব খান, দ্বিতীয় সায়মা আক্তার তৃতীয় সাদ্দাম হোসেন চ্যাম্পিয়ন হন। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার নগদ অর্থ ও ক্রেস্ট উপহার তুলে দেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | সংবাদদাতা
নরসিংদী
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ