ঢাকা
খ্রিস্টাব্দ

৯৬ শতাংশ গার্মেন্টসে ঈদ বোনাস, তিন ধাপে ছুটি প্রদান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 580412 জন

  • নিউজটি দেখেছেনঃ 580412 জন
৯৬ শতাংশ গার্মেন্টসে ঈদ বোনাস, তিন ধাপে ছুটি প্রদান
ঈদ বোনাস দিল ৯৬ ভাগ গার্মেন্টস, তিন দফায় মিলছে ছুটি - ফাইল ছবি।

তৈরি পোশাকখাতের কারখানার সংখ্যা দুই হাজার ৯২টি। এর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে দুই হাজার ৮টি কারখানা, যা মোট কারখানার প্রায় ৯৬ ভাগ।


সে হিসেবে এখনো ৮৪টি কারখানার ঈদ বোনাস দিতে বাকি রয়েছে।

বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই) বিজিএমইএ-এর দায়িত্বশীল সূত্র।


তথ্য মতে, ঢাকা অঞ্চলে বেতন পরিশোধ করেছে ১৭০১টি এবং চট্টগ্রাম অঞ্চলের পরিশোধ করেছ ৩০৭টি কারখানা। এসব কারখানার ৩১ মে-এর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করার কথা ছিল। বাকি কারখানাগুলোর ঈদ বোনাস পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে।


একই সময়ে মে মাসের বেতন পরিশোধ করেছে এক হাজার ২১৮টি কারখানা। আর এখনো ১২টি কারখানা এপ্রিল মাসের বেশিই পরিশোধ করতে পারেনি।


তিনদিন পর্যায়ক্রমে ছুটি হচ্ছে তৈরি পোশাক কারখানা


প্রতিবারের মতো এবারও একসঙ্গে সব কারখানা ছুটি হবে না। একসঙ্গে সব কারখানা ছুটি হলে সড়কে বাড়তি চাপ তৈরি হবে। এ কারণে পর্যায়ক্রমে তিনদিনে এসব কারখানা ছুটি হবে।


জানা গেছে,  ৪ জুন ৮৬৭টি কারখানা ছুটি হয়েছে। এরমধ্যে ঢাকা অঞ্চলের ৭৭০টি এবং চট্টগ্রাম অঞ্চলের ৯৭টি কারখানা ছুটি হয়েছে। আগামীকাল ৫ জুন ছুটি হবে ১০৯৮টি কারখানা। এরমধ্যে ঢাকার রয়েছে ৯০০টি এবং চট্টগ্রামের ১৯৮টি এবং সর্বশেষ ৬ জুন ১২৭টি কারখানা ছুটি হবে। এর মধ্যে ঢাকার রয়েছে ৮০টি কারখানা এবং চট্টগ্রামের রয়েছে ৪৭টি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ