ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে বিএনপির নানা আয়োজনে ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
শুক্রবার, ৩০ মে ২০২৫, ৯.৩৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ৯.৩৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 615409 জন

  • নিউজটি দেখেছেনঃ 615409 জন
আত্রাইয়ে বিএনপির নানা আয়োজনে ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করেছেন উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। 


 শুক্রবার( ৩০ শে মে)সকালে মোল্লা আজাদ সরকারি মেমোরিয়াল   কলেজ হল রুমে স্বেচ্ছায় রক্ত দান ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পিয়ের মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়। 


এই আয়োজনে দল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


 নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি  শেখ মো.রেজাউল ইসলাম রেজু 'র সভাপতিত্বে এবং উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাবেক যুগ্ম আহ্ববায়ক বিএনপি নেতা আব্দুল মান্নান সরদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,মো.কামরুল হাসান সাগর, মুনিয়ারি ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, বিএনপি নেতা এস এম ফারুক বক্ত, বিএনপি নেতা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক মো.পারভেজ ইকবাল,মো.আশরাফুল ইসলাম লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আবুল কালাম আজাদ,মনোয়ার হোসেন লোটাস, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো.শাকিল হোসেন সহ জিয়া সাইবার ফোর্স নেতা রুবেল হোসেন পাপ্পু প্রমূখ ।


আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অকুতোভয় সৈনিক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ কৃষি, শিল্প ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন লাভ করে। তিনি দেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার ব্রীজ চত্বরে 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
শুক্রবার, ৩০ মে ২০২৫, ৯.৩৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ৯.৩৪ অপরাহ্ন