ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও এবং ইউএইচএফপিও

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা, চট্টগ্রাম
শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 602444 জন

  • নিউজটি দেখেছেনঃ 602444 জন
বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও এবং ইউএইচএফপিও
- ছবি সংবাদদাতা প্রেরিত।


বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ মে) এ উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহ। 


বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুফিয়ান সিদ্দিকী, মেডিকেল অফিসার ডাঃ তোফায়েল আহমেদ।


বক্তারা বলেন, পুষ্টিহীনতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে জাতীয় পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য সুষম ও পুষ্টিকর খাবারের প্রাপ্তি নিশ্চিত করতে হবে।


(২৮ মে থেকে ৩ জুন) এই আয়োজনে থাকবে চিত্রাংকন, কুইজ, রচনা প্রতিযোগিতা, এতিমখানায় ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণ, ফুড বাস্কেট বিতরণ,  মায়েদের জন্য ফ্রী ক্যাম্প, পুষ্টি বিষয়ক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম,  প্রবীণ পুষ্টি বিষয়ক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, পুষ্টিকর রান্না প্রতিযোগিতা, পুরস্কার ও সমাপনী।


অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


এছাড়াও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বোয়ালখালী উপজেলার বিভিন্ন এতিমখানায় ছাত্র ছাত্রীদের মাঝে উন্নতমানের পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা, চট্টগ্রাম
শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন