“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা।
রবিবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
মেলার উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালিরও আয়োজন করা হয়। র্যালি শেষে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর এম জহিরুল কাইয়ুম ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভূমি একজন মানুষের জন্য অত্যন্ত আবেগের বিষয়। ভূমি সংক্রান্ত যেকোনো সেবায় জনসাধারণ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি জানান, এই মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা এক জায়গায় পাচ্ছেন। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুবিধাসমূহও প্রদর্শন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মেলা।
আলোচনা সভায় উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানটি আয়োজন করে পিরোজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস। সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।