চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ শওকত আকবর সোহাগকে মঙ্গলবার ( ২০ মে) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনা ঘটে গত ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ, বিকেল অনুমান ৫টার দিকে। জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউনিয়নের মিরসরাই শিল্প জোনে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিস লিমিটেড কারখানায় শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮-১০টি মোটরসাইকেলযোগে প্রায় ২০ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা কারখানার জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান এর কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
জেনারেল ম্যানেজার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে, প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদ ও অন্যান্য কর্মচারীদের মারধর করে সাধারণ ও গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়- বলে অভিযোগে উল্লেখ করেন।
ঘটনার পরের দিন ২০ মে, কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহাগসহ তার রাজনৈতিক সহযোগী ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়।
জোরারগঞ্জ থানার মামলা নম্বর- ৯, যার তারিখ- ২০ মে ২০২৫। পেনাল কোড অনুযায়ী মামলায় উল্লেখিত ধারাসমূহ- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৩৮৫/৫০৬(২)/৩৪/১১৪।
এই মামলায় আসামী/অভিযুক্ত সকলের নাম ও ঠিকানা ক্রমিক অনুসারে- ১। মোঃ শওকত আকবর সোহাগ (৪৫), পিতা-মৃত মফিজুর রহমান, ২। শাহাজাহান আকবর (৪২), পিতা-মৃত মফিজুর রহমান, উভয় গ্রাম- বাড়িয়াখালাী (সারেং বাড়ি), থানা- জোরারগঞ্জ, ৩। আলা উদ্দিন (৫০), পিতা- মৃত ফয়েজ আহমেদ মিস্ত্রি, গ্রাম-বাড়িয়াখালী, থানা জোরারগঞ্জ, ৪। সালা উদ্দিন (৩৮), পিতা-আবু বক্কর চান্দু, ৫। মোঃ ইউনুস (৪০), পিতা-অলি বলি, উভয় গ্রাম- রহমতাবাদ, থানা-মিরসরাই, ৬। মোঃ আরিফ হোসেন (৩০), পিতা- মৃত আবদুল হাই, গ্রাম- মলিইয়াশ মিঠানালা, থানা- মিরসরাই, ৭। মোশাররফ হোসেন (৪৮), পিতা- আবুল খায়ের, ৮। দিদারুল আলম (৪০), পিতা-তাজুল ইসলাম, সর্ব গ্রাম-বাড়িয়াখালী, থানা- জোরারগঞ্জ, ৯। আনোয়ার (৩২), পিতা-মুজিবুল হক, গ্রাম- বদিউল্লাহ পাড়া, ১১নং মগাদিয়া ইউপি, ১০। মোঃ জাহাঙ্গীর (৩৫), পিতা- অজ্ঞাত, গ্রাম- ৮নং ওয়ার্ড, ১২নং খৈইয়াছরা ইউনিয়ন, ১১। হারুন অর রশিদ (৩৪) পিতা- অজ্ঞাত, গ্রাম- ১২নং খৈইয়াছরা ইউপি, সর্ব থানা- মিরসরাই, জেলা- চট্টগ্রাম, ১২। সোহেল আহম্মেদ (৩৪), পিতা- আলী আহমেদ, গ্রাম- নোয়াবগঞ্জ, ফতেহাবাদ ইউপি, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, বর্তমান- গ্রাম- ২নং হাউজিং রোড, ৭নং ওয়ার্ড, রুপনগর, মিরপুর, ঢাকা সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।
পুলিশ সূত্রে জানা যায় জানায়, গতরাতে শওকত আকবর সোহাগকে আটক করতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রাম জেলার এডিশনাল এসপি, সীতাকুণ্ড সার্কেল এএসপি, মিরসরাই থানা ও জোরারগঞ্জ থানার প্রায় শতাধিক পুলিশ সদস্য অংশ নেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “মিরসরাই শিল্প এলাকায় একটি প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলার ঘটনায় মামলা ও অভিযোগের ভিত্তিতে শওকত আকবর সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ ঘটনায় শিল্পাঞ্চল এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।