চট্টগ্রামের চকবাজার থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে সিএমপি সূত্র নিশ্চিত করেছে।
কাবেরী, যিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বোন।
আওয়ামী লীগ সরকারের সময় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করে আলোচিত হয়েছিলেন। তিনি একজন জনপ্রিয় নারী এবং সাহসী হিসাবে পরিচিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদে সরব ছিলেন।