ঢাকা
খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা আব্বাসের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১.৪৯ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১.৪৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 831290 জন

  • নিউজটি দেখেছেনঃ 831290 জন
প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা আব্বাসের

সচিবালয়ের ভেতরে ৪ জন, বাইরে সচিব পদমর্যাদার একজনসহ ৫ জন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর তাই তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপির লোক বসে আছে, এমন বক্তব্য শিশুতোষ। সচিবালয়ের ভেতরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে বলেই কি তাদের সরানো হচ্ছে না, উল্টো এমন প্রশ্ন তুলেছেন তিনি।


বিএনপির এ নেতা বলেছেন, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দলটির দ্বারা বিএনপির চাইতে আর কেউ বেশি নির্যাতিত নয়। যদি ফ্যাসিবাবিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয়, তাহলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিপরীত শক্তি দ্বিধা-বিভক্ত করার চেষ্টা করছে এবং ইউটিউবাররা দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায় বলে বিএনপির এ নেতা তার বক্তব্যে উল্লেখ করেন।


মির্জা আব্বাস আরও বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই চায় বিএনপি। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে এমন সংস্কার চাই না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১.৪৯ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১.৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ