ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় যুবক আহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
শনিবার, ১৭ মে ২০২৫, ১১.০৯ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৭ মে ২০২৫, ১১.০৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 654875 জন

  • নিউজটি দেখেছেনঃ 654875 জন
তিতাসে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় যুবক আহত
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাস উপজেলায় ওয়াইফাই ব্যবসাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় মাহতাব হোসেন(২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে৷


শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাহতাব হোসেন দড়িকান্দি গ্রামের মহিউদ্দিনের ছেলে।


হামলার শিকার মাহতাব হোসেন হাসপাতালের বেডে শুয়ে তার স্বজনদেরকে জানান, মাসুদ ভুইয়া ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে মাহতাবের নিজ বাড়ির গেটে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায়। 


স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


মাহতাবের স্বজনদের দাবি অভিযুক্ত দড়িকান্দি গ্রামের মাওলান হোসেনের ছেলে মাসুদ ভুইয়া পূর্বেও একই ধরনের অপরাধে জড়িত ছিলেন। মাত্র দুই মাস আগে একই ওয়াইফাই ব্যবসা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের রাকিব সরকারকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। ওই ঘটনায় রাকিবের পরিবার তিতাস থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে, যার প্রধান আসামি ছিল মাসুদ ভুইয়া।


এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
শনিবার, ১৭ মে ২০২৫, ১১.০৯ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৭ মে ২০২৫, ১১.০৯ অপরাহ্ন