ঢাকা
খ্রিস্টাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের কারাদণ্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1879727 জন

  • নিউজটি দেখেছেনঃ 1879727 জন
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের কারাদণ্ড
ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনার পাথরঘাটা উপজেলার এক সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত বশির আকন স্থানীয় অনিবন্ধিত নিউজ পোর্টাল ‘পাথরঘাটা নিউজ’-এর সম্পাদক। বশির আকনকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় ঘোষণা করেন।


মামলার অন্য আসামি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুর রহমানের স্ত্রী আবিদা সুলতানা। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, দণ্ডিত বশির আকন রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মামলার দুই আসামির সঙ্গে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাসপাতাল রোডের শাহীন আলমের জমি নিয়ে বিরোধ রয়েছে।


এ বিরোধের জেরে ২০২১ সালের ১৯ জুলাই পাথরঘাটা নিউজে ‘প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে আপত্তিকর শিরোনামে ২৭ জুলাই আরো একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদে আবিদা সুলতানার একটি আপত্তিকর ভিডিও বার্তা জুড়ে দেওয়া হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।


এ ঘটনায় ২০২১ সালের ২০ অক্টোবর শাহীন আলম মিথ্যা সংবাদের অভিযোগ এনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন