চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট্য রাজনীতিবিদ মোঃ শওকত আলম।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিদ্যালয়ের দৈনন্দিন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মোঃ শওকত আলম কে এডহক কমিটির সভাপতি, মোঃ নুরুল আলম কে শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম কে অভিভাবক প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন।