ঢাকা
খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | সংবাদদাতা
ঠাকুরগাঁও
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.১৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 760358 জন

  • নিউজটি দেখেছেনঃ 760358 জন
ঠাকুরগাঁওয়ে মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি

আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের আয়োজনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বৃহস্পতিবার (১ মে) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।


গেস্ট অব অনার ছিলেন জেলা বিএনপি'র  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক মোঃ পয়গাম আলী,মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিস ৷ ঠাকুরগাঁও উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিক আদনান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ভূঁইয়া,শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর,সদর উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন, পৌর শ্রমিক দলে সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সভায় ঠাকুরগাঁও জেলা শ্রমিক দল  এর   সভাপতি ও মটর পরিবহন  শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক   মোঃ আব্দুল জব্বার সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় শহীদ জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে। 

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং শ্রমজীবী মানুষের মঙ্গল কামনায় দোয়া পরিচালিত হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | সংবাদদাতা
ঠাকুরগাঁও
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.১৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ