অনুমতি ছাড়া হজ পালন না করতে দেশে ও সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি কড়া অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরব সরকারের নতুন বিধিমালা অনুযায়ী, হজ পারমিট ছাড়া কেউ মক্কা বা আশপাশের পবিত্র স্থানে প্রবেশ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি হজ মৌসুমে ভিজিট ভিসাধারীরা যেন মক্কা নগরী বা পবিত্র স্থানসমূহে প্রবেশ না করেন, সে বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হজের অনুমতি ছাড়া পবিত্র স্থানে অবস্থানকারী ব্যক্তিকে সহায়তা করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনুমতি ছাড়া হজ পালন করলে ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং সহায়তা করলে জরিমানা ১ লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। এছাড়া বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বহিষ্কার এবং পরবর্তী ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। এই নিয়ম চলতি হজ মৌসুমে ২৯ এপ্রিল (জিলকদ ১) থেকে ১০ জুন (জিলহজ ১৪) পর্যন্ত কার্যকর থাকবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবাইকে সৌদি সরকারের নিয়মকানুন মেনে চলতে হবে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ৩৫ লাখ কর্মীর কর্মসংস্থান ও রেমিট্যান্সসহ নানা স্বার্থ জড়িত। তাই অবৈধ উপায়ে হজ পালনের চেষ্টা থেকে বিরত থাকতে হবে।”
ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেন, “হজ একটি দ্বিরাষ্ট্রীয় বিষয়। হজ ব্যবস্থাপনায় সৌদি আরব মূল ভূমিকা পালন করে এবং সে অনুযায়ী আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ সরকারও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় টিম স্পিরিট বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয় এবং ২০২৫ সালের হজ সফলভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।
ঢাকা, ২ মে ২০২৫- সূত্র বাসস।