ঢাকা
খ্রিস্টাব্দ

মন্দিরে লুটপাট

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, সেবায়েতকে হত্যা

গ্রিল কেটে- ভান্ডার ঘরের তালা ভেঙে নিয়ে গেছে টাকা ও মূল্যবান ধাতব সামগ্রী
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
নাটোর
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ২.০৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1244433 জন

  • নিউজটি দেখেছেনঃ 1244433 জন
নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, সেবায়েতকে হত্যা
ছবি- নাটোর বড়হরিশপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দির।

নাটোর সদর উপজেলার বড়হরিশপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে কর্মরত সেবায়েত তরুণ চন্দ্র দাস (৫৫) কে হত্যা করা হয়েছে এবং মন্দিরের ভেতরে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। পুলিশ ধারণা করছে, শুক্রবার রাতেই এ ঘটনা ঘটেছে।

নিহত তরুণ চন্দ্র দাস নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়া মহল্লার বাসিন্দা, মৃত কালিপদ দাসের ছেলে এবং তিনি দীর্ঘ ২৩ বছর ধরে মহাশ্মশান মন্দিরে সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু সেবায়েতের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে মন্দিরের সদস্যরা ভোগ ঘরে প্রবেশ করলে তরুণের মৃতদেহ দেখতে পান, তার হাত-পা বাঁধা ছিল। নিহত সেবায়েত তরুণ চন্দ্র দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এদিকে, মন্দিরের সেবায়েত হত্যার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, মন্দিরের দান বাক্স এবং ভান্ডার ঘরের তালা ভাঙা ছিল এবং গ্রিল কাটা হয়েছিল। প্রাথমিক ধারণা, ডাকাতরা তরুণ চন্দ্র দাসকে হত্যা করে মন্দিরের টাকা ও মূল্যবান ধাতব সামগ্রী নিয়ে পালিয়ে গেছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
নাটোর
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ২.০৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬.৪৮ অপরাহ্ন