ঢাকা
খ্রিস্টাব্দ

নাফ নদ থেকে চার জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কক্সবাজার
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৩.১৬ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৩.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 776630 জন

  • নিউজটি দেখেছেনঃ 776630 জন
নাফ নদ থেকে চার জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
-ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া সংলগ্ন নাফ নদ থেকে চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আজ বৃহস্পতিবার সকালে লাল দ্বীপ এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।


অপহৃত জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।


ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”


জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, “প্রতিদিনের মতো আজও জেলেরা ড্রামের ভেলায় করে নাফ নদে মাছ ধরতে গিয়েছিল। এ সময় হঠাৎ করে মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ধরে নিয়ে যায়। তবে আরও কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।”


স্থানীয় জেলে মোহাম্মদ আলম জানান, “প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। আরাকান আর্মির ভয়ে নদীতে নামতে ভয় লাগে। এখন তো জেলেরা আতঙ্কেই দিন কাটাচ্ছে।”


এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত ও উদ্ধার অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কক্সবাজার
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৩.১৬ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৩.১৬ অপরাহ্ন