এবার প্রকাশ্যে এলো শাকিব-জয়ের আবেগঘন মুহূর্ত। ছেলের জন্মদিনে কেক কেটে খাওয়ালেন সুপারস্টার শাকিব। যে ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান দুইমাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন।
বিমানবন্দরে একেবারে ভিন্ন লুকে দেখা গেল নায়ককে। এরপরই ছেলের সঙ্গে দেখা মিললো শাকিব খানের। বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে একসঙ্গে কেক কেটেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস।
শাকিব-অপুর ভক্তরা বলছেন বিচ্ছেদ হলেও ছেলে জয়ের জন্মদিনে ঠিকই এক হয়ে বাবা-মায়ের দায়িত্ব পালন করছেন তারা। অনেকে বলছেন বাবা-ছেলের সুন্দর সময়ের ছবি তুলে দিয়েছেন অপু বিশ্বাস নিজেই। তবে সে বিষয়ে কিছু বলেননি অপু বিশ্বাস।