ঢাকা
খ্রিস্টাব্দ

দিনভর নাটকীয়তা- ধর্মগুরু ‘চিন্ময় প্রভু’র জামিন বহাল, চুড়ান্ত শুনানি ৪ মে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আইন-আদালত প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ৯.৩০ অপরাহ্ন

আপডেট : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ৯.৩০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 761388 জন

  • নিউজটি দেখেছেনঃ 761388 জন
দিনভর নাটকীয়তা- ধর্মগুরু ‘চিন্ময় প্রভু’র জামিন বহাল, চুড়ান্ত শুনানি ৪ মে
-ছবি, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া প্রাক্তন ইসকন নেতা, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, হিন্দু নেতা ও ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস (পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর) ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে আগামী ৪ মে (রবিবার) জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ওইদিন চিন্ময়ের পক্ষে তার আইনজীবীর বক্তব্য শুনবেন আদালত।

এর আগে আজ দুপুরে হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ জামিন মঞ্জুর করেন। চিন্ময়ের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া।

পরে সন্ধ্যায় হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন জানায়। শুনানি শেষে বিচারপতি রেজাউল হক হাইকোর্টের আদেশ স্থগিত করেন, তবে সন্ধ্যায় আবার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী রবিবারের শুনানির দিন ঠিক করেন।

২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশের পর ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের দিন চট্টগ্রাম আদালত চত্বরে তার অনুসারীদের সঙ্গে আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে রয়েছেন। তার জামিনের বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আইন-আদালত প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ৯.৩০ অপরাহ্ন
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ৯.৩০ অপরাহ্ন