ঢাকা
খ্রিস্টাব্দ

‘বিশ্ব বেতার দিবস’ উদযাপিত

জলবায়ু সংকট থেকে রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩৮ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৪২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1046122 জন

  • নিউজটি দেখেছেনঃ 1046122 জন
জলবায়ু সংকট থেকে রক্ষায় জনসচেতনতার  বিকল্প নেই
ছবি : সংবাদদাতা প্রেরিত।

‘বেতার ও জলবায়ু পরিবর্তন’- প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে সকালে নগরীর আগ্রাবাদস্থ’ বেতার ভবন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদীন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভাগীয় কমিশনার র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে বেতার চট্টগ্রাম কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শিল্পী কলা-কুশলী শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মী  অংশ নেন।


পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে। সরকার কর্তৃক জনকল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত সকল কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের সহযোগী হিসেবে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 


বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সংকট তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রাম মহানগরে লাখ লাখ মানুষ প্রতি বছর জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ সমস্যা আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। জলবায়ু সংকট থেকে পৃথিবীকে রক্ষা করতে জনসচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করতে বাংলাদেশ বেতারকে আরো বেশি কাজ করার আহ্বান জানান তিনি।


বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো: মাহফুজুল হক এর সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো.শহীদুল হক, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোঃ আব্দুল হামিদ, সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাশ প্রমূখ বক্তৃতা করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩৮ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ