ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ম্যাক্সিমা চালকদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫২ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1065260 জন

  • নিউজটি দেখেছেনঃ 1065260 জন
চট্টগ্রামে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ম্যাক্সিমা চালকদের
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরীতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা (ম্যাক্সিমা) চালকরা। রোববার দুপুরে কোতোয়ালী মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে অটোরিকশা চালকরা নগরীর কোতোয়ালী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।


সড়কের মাঝখানে অটোরিকশা রেখে তারা বিভিন্ন স্লোগান দেন। এতে নগরীর কোতোয়ালী থেকে লালদিঘী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। দুপুর দেড়টার দিকে পুলিশের আশ্বাসে চালকরা সড়ক ছাড়েন।


নগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (কোতোয়ালী) মোহাম্মদ মারিফুল করিম বলেন, ওই রাস্তা অনেক ব্যস্ত থাকে, যেহেতু সেটা আদালত পাড়া। ওসব ম্যাক্সিমা গাড়ির জন্য ওখানে প্রায়ই যানজট লেগেই থাকে। আমাদের কোতোয়ালীর এক সার্জেন্ট রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখায় রাসেল নামে এক ম্যাক্সিমার চালককে মামলা দেয়। পরে অন্য চালকরা এটার প্রতিবাদ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আমরা গিয়ে তাদের সঙ্গে কথা বলি।


পুলিশের এ কর্মকর্তা বলেন, তাদেরকে আমরা বলেছি কোনো দাবি থাকলে অফিসে এসে কথা বলতে। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যদি গাড়ির সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে ওই চালকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। পরে তারা আশ্বাস পেয়ে সড়ক ছাড়েন।


জানতে চাইলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, সড়কে পার্কিং করায় তাদের একজনকে মামলা দেওয়া হয়েছিল। সে জন্য তারা কিছুক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের সঙ্গে বৈঠক করেন। এর কিছুক্ষণ পরেই তারা সড়ক থেকে উঠে যায়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫২ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ