ঢাকা
খ্রিস্টাব্দ

শ্রমিকদের কর্মবিরতি

চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেয়ার গাড়ি চলাচল বন্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৮ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1049773 জন

  • নিউজটি দেখেছেনঃ 1049773 জন
চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেয়ার গাড়ি চলাচল বন্ধ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চার দফা দাবিতে প্রাইম মুভার শ্রমিকরা কর্মবিরতিতে চট্টগ্রামে বন্দরে পণ্য আনা-নেওয়ার জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে কর্মবিরতিতে যান প্রাইম মুভার শ্রমিকরা। এর আগে মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালায়। পরে জেলা প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


প্রাইম মুভার শ্রমিকদের মারধরের ঘটনায় মঙ্গলবার রাত ১০ টার দিকে নগরীর কাস্টমস ও সল্টগোলা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেয় শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালক। ফলে রাস্তার দুপাশেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। এরপর ভোর ৪টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে আবারও যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু বুধবার সকাল গড়াতেই তারা আবার চার দফা কর্মসূচি দিয়ে রাস্তা অবরোধ করেন।


শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে বিএম ডিপোর এক প্রাইমুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। পরে শ্রমিকরা এর প্রতিবাদ করলে তাদের কয়েকজন শ্রমিককে আটকে রাখা হয়। যারা হামলা করেছে তাদের বিচার করতে হবে। না হয় তারা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং চট্টগ্রাম বন্দরে কোনো গাড়ি ঢুকতে দেবেন না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, প্রাইম মুভার শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ রেখেছে। পণ্য পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়লে কনটেইনার জটের শঙ্কা তো তৈরি হবে। এছাড়া আমদানি ও রফতানিকারকরা ক্ষতির সম্মুখীন হতে পারে। আমরা তাদের সঙ্গে আলাপ করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছি।


সরেজমিনে সল্টগোলা ক্রসিং এলাকায় দেখা যায়, প্রাইম মুভার শ্রমিকরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে একটি দুটি গাড়ি তারা ছাড়লেও প্রায়ই যানবাহন তারা আটকে রেখেছেন, যার কারণে বন্দর-পতেঙ্গা, অলংকার ও জিইসিগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বন্দরে কোনো গাড়িই তারা ঢুকতে দিচ্ছেন না। প্রাইম মুভার গাড়ি দেখলেই তারা আটকে রাখছেন। ফলে প্রাইম মুভার ও বন্দরে কোনো গাড়ি ঢুকতে না পারায় সেগুলো রাস্তার ওপর অলস দাঁড়িয়ে আছে, যার কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বাসে থাকা অনেক যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হতে দেখা গেছে।


চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, ডিসি পার্ক বন্ধ হবে নইলে বন্দর বন্ধ থাকবে। আমাদের শ্রমিকদের যারা মারধর করেছে তাদের বিচার করতে হবে। মঙ্গলবার থেকে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আমাদের সাথে বসেনি। সীতাকুণ্ড থানার ওসি বসলেও সমাধান দিতে পারেননি। তাই আমাদের শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে কর্মবিরতি অব্যাহত রেখেছে।

চার দফা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে, আহতদের চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, ডিসি পার্কে প্রবেশের বিকল্প পথ ব্যবস্থা করতে হবে এবং সড়কে শ্রমিকদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৮ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ