ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরে মুন্সীর বাজার সড়ক দুর্ঘটনায় নিহত ২

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1069721 জন

  • নিউজটি দেখেছেনঃ 1069721 জন
ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরে মুন্সীর বাজার সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো:বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে ২ জন নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার মুন্সি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার  মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোর রাতে একটি পিকাপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক।পিকাপটি মুন্সি বাজার নামক স্থানে আসলে এসময় অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের  ধাক্কা দিলে পিকাপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে মো: বাচ্চু মারা যায়।খবর পেয়ে ভোর ৬ টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ  তাদের  উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মানিক নামে আরো একজনের মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে রাতে তারা দক্ষিণ বঙ্গের কোন এলাকায় থেকে পিকাব নিয়ে ঢাকায় ফিরছিলেন।কুয়াশার কারনে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে এ দর্ঘটনা ঘটে।


শিবচর হাইওয়ে থানা, উপ সহকারী পরিদর্শক মো: মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় ১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুইটি আমাদের থানায় রয়েছে। 


শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন,ভোর ৬ টার দিকে প্রথমে একজন রোগীকে  আনা হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি।পরে ১ ঘন্টা পরে আরেকজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ