ঢাকা
খ্রিস্টাব্দ

মা হওয়ার খবর শুনেই কাঁদতে শুরু করি: আলিয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1847680 জন

  • নিউজটি দেখেছেনঃ 1847680 জন
মা হওয়ার খবর শুনেই কাঁদতে শুরু করি: আলিয়া
ছবি : সংগৃহীত

বিয়ের বছর না ঘুরতেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালের শেষ দিকে রণবীর কাপুর ও তার সংসারে এসেছিল এক কন্যা সন্তান। 


২০২২ সালের এপ্রিলে রণবীর কপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। মুম্বাইয়ে খুব কাছের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানে বিয়ে করেছিলেন এই জুটি। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়। 


সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের গর্ভকালীন সময়ের এমন অভিজ্ঞতার কথা  জানিয়েছেন এই নায়িকা। 


আলিয়া জানান, প্রথমবার তিনি গর্ভাবস্থার কথা জানতে পেরে আনন্দে কাঁদতে শুরু করেছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি সেটে ছিলাম, কাঁদতে শুরু করলাম। যাকে বলে আনন্দের কান্না।’


আলিয়াকে যখন মেয়ে রাহাকে প্রথমবার দেখার প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন অভিনেত্রী বলেছেন, ‘এটা তার জীবনে ম্যাজিকের মতো ছিল।’ 


অভিনেত্রী আরও বলেছেন, মা হওয়ার পর থেকে তার সকালের রুটিন বদলে গেছে। তিনি বলেন, ‘আসলে এখন রাহা এসে আমাদের ডেকে তোলে। প্রথম প্রতিক্রিয়াই হল তার মুখের দিকে তাকিয় তাকে গলা জড়িয়ে ধরতে হয়। সে সত্যিই হেঁটে ঘরে এসে আমাদের জাগিয়ে তোলে।’


গত ক্রিসমাসে রণবীর এবং আলিয়া আনুষ্ঠানিকভাবে রাহাকে মিডিয়া এবং বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে একঝলক দেখে সকলে মুগ্ধ হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ