ঢাকা
খ্রিস্টাব্দ

শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির আধুনিক সংস্করণ, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার : মাসুম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৯.৫১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৯.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1363756 জন

  • নিউজটি দেখেছেনঃ 1363756 জন
শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির আধুনিক সংস্করণ, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার : মাসুম
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫’র পটপরিবর্তনের পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উত্তরণের জন্য ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে উৎপাদনমুখী রাজনীতির সুচনা করেছেন। একই ধারাবাহিকতায় ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছিল। কিস্তু ২০০৮ সাল থেকে ২০২৪ আগস্টের ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশকে সম্পূর্ণ বিনষ্ট করে লুটপাটের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের স্বার্থ সংরক্ষণে ফ্যাসিস্ট সরকার নিয়োজিত ছিল। ২০২৪’র আগষ্টে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে।


কিন্তু ফ্যাসিস্ট সরকার এখনো পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য যে উদ্যোগ নিয়েছে, তার জন্য প্রবীণ বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিকতার সাথে দলকে সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কর্মকা-কে বেগবান করার মাধ্যমে দ্রুত নির্বাচন প্রত্যাশা করেন। প্রকৃত পক্ষে শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি স্বাধীন বাংলাদেশ রক্ষায় আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উত্তর হাটহাজারী এনায়েতপুরে প্রবীণ বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।


মতবিনিময় সভায় বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য রাখেন সভার সভাপতি সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ওবাইদুল আকবর, প্রবীন বিএনপি নেতা মোঃ সুলতানুল আলম চৌধুরী, মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকী, মোঃ লোকমান, হাজী মোঃ আবুল বশর, মোঃ নুরুল ইসলাম, মুহাম্মদ আব্দুল মালেক, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ শফিউল্লাহ, মুহাম্মদ মহসিন, মোঃ জানে আলম প্রমুখ।  বক্তাগণ আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের দ্রুত কার্যক্রম শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যাকে চট্টগ্রাম (হাটহাজারী)-৫ আসন সংসদীয় আসনে মনোনয়ন দিবেন তার জন্য সকলকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে হাটহাজারীতে সর্বোচ্চ উন্নয়ন কর্মকা- সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। সৈয়দ মোস্তফা আলম মাসুম আরও বলেন, শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি আধুনিক সংস্করণ তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের উদ্যোগ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৯.৫১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৯.৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ