ঢাকা
খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা থাকছে না জাহাঙ্গীরনগরে ভর্তিতে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
ঢাকা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০.৫৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1340839 জন

  • নিউজটি দেখেছেনঃ 1340839 জন
মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা থাকছে না জাহাঙ্গীরনগরে ভর্তিতে
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তবে এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা থাকছে না। এ ছাড়া ছয় ইউনিটের পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০টি ইউনিটে।  আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। সভা শেষে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।



আইন অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা এবার স্বতন্ত্র ইউনিটে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা। তবে পোষ্য ও ভিসি কোটার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা পদ্ধতি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।



তবে এখনো পোষ্য কোটা ও ভিসি কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
ঢাকা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০.৫৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০.৫৯ অপরাহ্ন