ঢাকা
খ্রিস্টাব্দ

আইনজীবী সাইফুল হত্যা: ভিডিও দেখে ৭ জন আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২.০৯ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২.০৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1402896 জন

  • নিউজটি দেখেছেনঃ 1402896 জন
আইনজীবী সাইফুল হত্যা: ভিডিও দেখে ৭ জন আটক
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেইসবুক পোস্টে জানানো হয়, ‘ভিডিও ফুটেজের মাধ্যমে’ ওই সাতজনকে শনাক্ত করা হয়েছে।


“মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরীতে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।” চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ এর আগে মোট ৩০ জনকে আটকের কথা জানিয়েছিলেন। তাদের যাচাই বাছাই চলছে বলে বুধবার সকালে জানিয়েছিলেন তিনি। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশের পর মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন।


বেলা সোয়া ১২ টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাংচুর করে। বিক্ষোকারীদের ছোড়া ঢিলে আদালত মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার কাঁচ ভেঙে যায়। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। এসময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। ওই ঘটনার পর নগরীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জড়িতদের গ্রেপ্তারে রাতে নগরীতে অভিযান চালায় যৌথবাহিনী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২.০৯ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২.০৯ পূর্বাহ্ন