ঢাকা
খ্রিস্টাব্দ

আলহামদুলিল্লাহ, বিয়ে করার পর জীবনে আরও বরকত এসেছে’ ---সালহা খানম নাদিয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| বিনোদন ডেস্ক :
ঢাকা :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০.১৫ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1428008 জন

  • নিউজটি দেখেছেনঃ 1428008 জন
আলহামদুলিল্লাহ, বিয়ে করার পর জীবনে আরও বরকত এসেছে’ ---সালহা খানম নাদিয়া
ছবি : সংগৃহীত

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ক্যারিয়ারে ইতোমধ্যে এক যুগ পার করে ফেলেছেন তিনি।। ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করলেও অভিনেত্রী হিসেবেই এখন পরিচিতি তার। অন্যদের মতো খুব বেশি কাজ না করলেও জনপ্রিয়তা বাড়ছে নাদিয়ার।


চলতি বছরের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নাদিয়া ও সালমান আরাফাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে ও বিভিন্ন বিষয়ে এ অভিনেত্রী কথা বলেছেন।



বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া বলেন, হানিমুনে যাওয়ার দুইদিন পর চলে আসছি আলহামদুলিল্লাহ আরও বরকত বেড়ে গেছে, দু’জন একসঙ্গে কাজ করছি।



ফুলশয্যার রাতের বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ফুলশয্যার রাতে আমরা একা ছিলাম না। আমার ভাই-ভাবি নিউলি ম্যারিড কাপল। আমার ননদ দেবর আমরা সবাই একটা রিসোর্টে একসঙ্গে ছিলাম। গল্প ডান্স করতে করতে আমাদের রাত পার হয়ে গেছে, এটা খুব মজার ছিল।



নাদিয়ার কথায়, আমার মায়ের অনুপ্রেরণায় মিডিয়ায় পথচলা শুরু। ইন্ডাস্ট্রিতে কোন শত্রু নেই, নাটকের হিরো হিসেবে মনির খান শিমুল ভাইকে বেশি ভালো লাগতো। এখন তো সে মেইনস্ট্রিম নাটকে কাজ করছে না। এরপর মিশু ভাই মোশাররফ ভাইকে ভালো লাগে।




এরপর বলেন, নাটকের চরিত্রের প্রয়োজনে অনেক বার বিয়ে করতে হয়েছে। বাসায় বিয়ের ও কাতানের শাড়ি ৩০ টার মতো আছে।


এদিকে নাদিয়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| বিনোদন ডেস্ক :
ঢাকা :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০.১৫ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০.১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ