কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় এক গৃহবধূ তার প্রেমিক ও সহযোগী কে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রবিবার ( ১৯ জানুয়ারী) বিকালে ফুলবাড়ী উপজেলার নাও ডাঙ্গা ইউনিয়নের বালাতারি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।পরে তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।আটকরা হলেন ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গরখালি গ্রামের দেব কুমার সাপুইয়ের ছেলে সৌরভ ।কুমার সাপুই(১৮), এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।
বিজিবি সূত্রে জানা গেছে দালালদের সহযোগিতায় কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। রেশমা মন্ডল তার প্রেমিক সৌরভ কুমার সাপুই এর সাথে নতুন জীবন শুরু করবেন এই আশায় বাংলাদেশে আসেন এবং তাদেরকে সহযোগিতা করেন ইউসুফ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী,এক ছেলে এবং বাংলাদেশী এক ছেলেকে থানায় সোপর্দ করেছে।এ বিষয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।