ঢাকা
খ্রিস্টাব্দ

আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির নতুন সভাপতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1645445 জন
  • নিউজটি দেখেছেনঃ 1645445 জন
আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির নতুন সভাপতি
ছবি : সংগৃহীত

বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবুল কাসেম ফজলুল হক একাডেমিতে সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

জীবনের চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ৮৪ বছর বয়সী আবুল কাসেম ফজলুল হক।


সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে সোচ্চার ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’র আহ্বায়ক তিনি। 

আজ রবিবার দুপুরে বরেণ্য এই গবেষক ও বুদ্ধিজীবী জানান, তিনি মৌখিকভাবে জেনেছেন তাকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কাগজপত্র পাননি। সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সব ঠিক থাকলে সোমবারই তিনি বাংলা একাডেমিতে যোগদান করবেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ