ঢাকা
খ্রিস্টাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে আরো ২৪ কোটি ডলার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1651218 জন
  • নিউজটি দেখেছেনঃ 1651218 জন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে আরো ২৪ কোটি ডলার
প্রতীকি ছবি।


গত এক মাসে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ কোটি ২ লাখ ১০ হাজার ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯৮০ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী (বিপিএম৬) নির্ধারিত।


আগের মাসের তুলনায় উন্নতি: ২৫ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, রিজার্ভ ছিল এক হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার। তবে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ এখনও ১৪ বিলিয়ন ডলারের নিচে রয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্যে বৃদ্ধি: বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্যে জানা গেছে, মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৩০ কোটি ৩ লাখ ডলার। এক মাসে আগে মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। গ্রস হিসাবে রিজার্ভ বেড়েছে ৬২ কোটি ১৮ লাখ ডলার।


গভর্নরের আশাবাদ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, রিজার্ভের ক্ষয় রোধে কাজ চলছে এবং সরকারের নীতির কারণে এখন রিজার্ভ একটি ইতিবাচক প্রবণতায় ফিরছে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দুই মাসের মধ্যে ঋণ পরিশোধের লক্ষ্যে তারা কাজ করবেন, যা বাজারে তারল্য পরিস্থিতি উন্নত করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ