ঢাকা
খ্রিস্টাব্দ

শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ ৬ জনের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নরসিংদী প্রতিনিধি:
নিউজটি দেখেছেনঃ 1644288 জন
  • নিউজটি দেখেছেনঃ 1644288 জন
শিবপুরে ট্রাকের ধাক্কায়  সিএনজির চালকসহ ৬ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএন্ডজির মুখোমুখি সংঘর্ষে সিএন্ডজির চালক শাহীনসহ ৬ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৫ যাত্রীর নাম পরিচয় এখনোও পাওয়া  যায়নি।


সিএনজি চালক শাহীন এর বাড়ি শিবপুর উপজেলার সিএন্ডবি বাড়ৈগাও বলে জানা গেছে।  নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচারবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ ঘটে।


এতে ট্রাকের চাপায়  সিএনজিটি ডুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও চালক মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। শিবপুর মডেল থানার ওসি আজাল হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এখনো তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমাদের তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নরসিংদী প্রতিনিধি:

আপডেট :
সর্বশেষ সংবাদ