ঢাকা
খ্রিস্টাব্দ

ইসি সচিব হেলালুদ্দীন আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো।।
নিউজটি দেখেছেনঃ 1664524 জন
  • নিউজটি দেখেছেনঃ 1664524 জন
ইসি সচিব হেলালুদ্দীন আটক
ছবি- সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।

সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ চট্টগ্রামে আটক হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে পুলিশের একটি টিম আটক করে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখাকালে তিনি কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিবালয়ে ছিলেন তিনি। পরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি।


সাবেক এ সচিবকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) রিকুইজিশনে আটক করা হয়েছে বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এখন তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।


কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমেদকে বিকেলে খুলশী এলাকা থেকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো।।

আপডেট :