ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1671205 জন
  • নিউজটি দেখেছেনঃ 1671205 জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সংগৃহীত ছবি- রাজু চত্ত্বরে নারীর ভাস্কার্যের মুখে কালো কাপড়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে সম্প্রতি ঘটে যাওয়া একটি অস্বাভাবিক ঘটনায় নারীর ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানো হয়। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।


মঙ্গলবার (২২ অক্টোবর) প্রক্টর দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ অক্টোবর রাতে এই ঘটনা ঘটে। তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে। সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও ড. শান্টু বড়ুয়া।


এই কমিটির দায়িত্ব হচ্ছে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা এবং পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, তদন্তের মাধ্যমে দ্রুত সত্য উন্মোচিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ